চবি ক্যাম্পাসের প্রিয়মুখ রাবেয়া বেগমের মৃত্যু
সজ্জন ও অতিথিবৎসল হিসেবে পরিচিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের প্রিয়মুখ রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে ডায়ালেসিসের উদ্দেশে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জটিল কিডনি রোগে ভুগছিলেন।
মরহুমা রাবেয়া বেগম জীবনের দীর্ঘ সময় চবি ক্যাম্পাসে বসবাস করে সকলের স্বজনে পরিণত হন। তিনি চবি ডেপুটি রেজিস্ট্রার (সাবেক) এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডেপুটি রেজিস্ট্রার মু. হারুন উর রশিদের স্ত্রী।
মরহুমার পুত্র চবি অফিসার ও রাজনীতি বিজ্ঞানের এলামনাই রিয়াজ হারুন বার্তা২৪.কমকে জানান, 'মরহুমার শেষ ইচ্ছানুযায়ী তাকে চবি কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার প্রিয় চবি ক্যাম্পাসে সমাহিত করা হবে।'
তিনি মরহুমের মাগফেরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য সকলকে অনুরোধ করেছেন।