নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে সাখাওয়াত-মেজবাহ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর)দুপুর ২টা ৩০মিনিটে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক। এর আগে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন- সাখাওয়াত হোসেন, (সহকারী পরিচালক,হিসাব) ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক)।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি নার্গিস আক্তার হেলালী (সহকারী রেজিস্ট্রার শিক্ষা শাখা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব ইকবাল (সেকশন অফিসার, শিক্ষা শাখা), কোষাধ্যক্ষ মোঃ কামরুল হাসান (সেকশন অফিসার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) দফতর ও প্রচার সম্পাদক কাজী জিয়াউল হক (সহকারী প্রোগ্রামার, আইসিটি সেল), মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা (সেকশন অফিসার, এস্টেট শাখা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান (সহকারী পরিচালক, শরীরচর্চা)।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে ইসতিয়াক মোহাম্মাদ ফয়সল (সেকশন অফিসার, প্রশাসন শাখা), আবু নাসের (উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ), মোহাম্মদ মহিউদ্দিন (ক্যাটালগার, কেন্দ্রীয় লাইব্রেরি) নির্বাচিত হয়েছেন।