বেরোবিতে ৩য় মেধাতালিকার ফল প্রকাশ আজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অপেক্ষমাণ ৩য় মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে আজ সন্ধ্যায়। যাচাইবাছাই ও ভর্তি প্রক্রিয়া চলবে ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসন খালি থাকা সাপেক্ষে ৪র্থ মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ ডিসেম্বর। তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপরও আসন খালি থাকলে ৫ম মেধা তালিকা প্রকাশ হবে আগামী ৬ জানুয়ারি। তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আরো পড়ুন: বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি
এছাড়া, বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১ ও ২ জানুয়ারি। কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ৬ জানুয়ারি এবং তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (brur.ac.bd) মাধ্যমে জানা যাবে।