রাবিতে প্রতি আসনে লড়বেন ১৬ জন

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার (২১ অক্টোবর)। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০টি আবেদন জমা পড়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৬ জন ভর্তিচ্ছু। সোমবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞাপন

পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।

এবারের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬০ নম্বর থাকছে এমসিকিউ। এজন্য ৫০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। এছাড়া ৪০ নম্বর থাকবে লিখিত। আর এতে ৪০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে ২০টি প্রশ্ন থাকবে। যার প্রতি প্রশ্নের মান থাকবে ২ নম্বর।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (http://admission.ru.ac.bd/undergraduate) ওয়েবসাইটে পাওয়া যাবে।