চবিতে আয়োজিত হচ্ছে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) উদ্যোগে চতুর্থ বারের মত আয়োজিত হচ্ছে বিজনেস কেস কম্পিটিশন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চবিসাস কার্যালয়ে প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির নেতৃবৃন্দ। এজন্য আগ্রহী প্রতিযোগিদের ৫১০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

তিনটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রাথমিক রাউন্ড (প্রাবলেম সলভিং)- প্রতিযোগীদের একটি ব্যবসায়িক সমস্যা দেওয়া হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্লেষণ করে সমাধান জমা দিতে হবে। দ্বিতীয় রাউন্ড (OVC - অনলাইন ভিডিও কমার্শিয়াল): প্রাথমিক রাউন্ডের নির্বাচিত দলগুলোকে একটি মার্কেটিং প্ল্যান ও ভিডিও কনটেন্ট (OVC) তৈরি করে জমা দিতে হবে। এখানে সৃজনশীলতা ও কৌশলগত দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে এবং সর্বশেষ গ্র্যান্ড ফিনালে সেরা দলগুলো তাদের ব্যবসায়িক কেসের সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করবে।

প্রতিযোগীদের জন্য থাকছে দুটি অনলাইন ওয়ার্কশপ, যা তাদের প্রতিযোগিতার রাউন্ডগুলোতে দিকনির্দেশনা দেবে। যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক-পূর্ব পর্যায়ের শিক্ষার্থীরা ৩-৪ জনের দল গঠন করে অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন

কম্পিটিশিনে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫০ হাজার টাকা, প্রথম রানারআপ নগদ ৩০ হাজার টাকা , দ্বিতীয় রানারআপ নগদ ২০ হাজার টাকা।

প্রেস কনফারেন্সে সংগঠনের সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী সায়মা বেগম বলেন, চতুর্থ বারের মতো আমরা বিজস্টার সিজন ৪ আয়োজন করতে যাচ্ছি, আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ বাস্তবসম্মত ব্যবসায়িক কেস নিয়ে কাজ করার অভিজ্ঞতা কোয়ালিটি বৃদ্ধির জন্য আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, তরুণদের বিশ্লেষণী দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, এসিসির সহ সভাপতি ইবনে আরমান, অর্থ সম্পাদক সাকিব আল ফাহাদ ও সাংগঠনিক সম্পাদক ধ্রুব চক্রবর্তী।

এন মোহাম্মাদ গ্রুপের উপস্থাপনা ও ডিডিএনের পরিচালনায় এই আয়োজনের সহ স্পন্সর হিসেবে থাকছে সেভেন রিংস সিমেন্ট।