শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবিতে চবির প্রধান ফটক আটকে বিক্ষোভ

  • চবি করেসপন্ডেট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চবির প্রধান ফটক আটকে বিক্ষোভ

চবির প্রধান ফটক আটকে বিক্ষোভ

গভীর রাতে শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীরা প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে চবি ক্যাম্পাসের পরিবহন দপ্তরের সন্নিকটে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দু’জন শিক্ষার্থী। তারা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মহিবুল ইসলাম মহিব ও নিরব আহমেদ। তারা কেন্দ্রীয় খেলার মাঠে বন্ধুদের সঙ্গে বারবিকিউ পার্টি শেষে রাস্তা দিয়ে ফিরছিলেন। এসময় ৫-৬ দুর্বৃত্ত তাদের সামনে এসে পথরোধ করে তাদের ওপর হামলা চালায়। তারা মাফলার এবং মুখোশ পরিহিত ছিল। ফলে দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ভুক্তভোগী শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসক দেওয়া হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার জুমা’র নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ইসলামী ছাত্রশিবিরের চবি শাখার বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় চবি জাতীয়তাবাদী ছাত্রদল।

শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে। তারা হামলার বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। জড়িতদের আগামীকালের মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান।

পরে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে দোষীদের বিচার নিশ্চিত না করলে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস শাট ডাউনের হুঁশিয়ারি দেন শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালালুদ্দিন মিসবাহ।