গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় জাবি প্রশাসনের চেক হস্তান্তর

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে ৩৬ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে ৩৫ জন শিক্ষার্থী, ১জন শিক্ষক ও কর্মচারীর নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আহতদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। উপাচার্য বলেন, বিপ্লব চলমান প্রক্রিয়া, দেশ গঠনের এখনো অনেক কাজ বাকি। আমি আশা করি, আন্দোলনে অবদান রাখা সকলে মিলে ঐক্য তৈরি করে আমাদের পথ দেখাবে। জুলাই-আগস্ট আন্দোলনে ঐক্যের মাধ্যমেই ফ্যাসিস্টের পতন হয়েছে। সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাবে বলে জানান উপাচার্য।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, কম্পট্রোলার, চিফ মেডিক্যাল অফিসারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷

বিজ্ঞাপন