কৃষিবিজ্ঞানে অবদানের জন্য বিএসএ এওয়ার্ড পেলেন অধ্যাপক ড. জাফর উল্লাহ

  • শেকৃবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষিতত্ত্বে অবদানের জন্য বিএসএ এওয়ার্ড-২০২৪ পেলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ।

নির্দিষ্ট সময়ব্যাপী বাংলাদেশের কৃষিতত্ত্ব গবেষণা ও শিক্ষার অগ্রগতিতে অবদানের জন্য ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ এগ্রোনমি সোসাইটি এই এওয়ার্ডটি প্রদান করে আসছেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২৩তম জাতীয় এবং ২য় আন্তর্জাতিক কনফারেন্স বিএসএ এর প্রথমদিনের অনুষ্ঠানে এ এওয়ার্ড ঘোষণা করা হয়। এ বছর ২০২৪ সালে ৫ জন গবেষককে উক্ত এওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্যে, অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ ১৯৮৩ সালে থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি অধ্যাপক পদ লাভ করেন। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা জীবনে তিনি ১৭টি রিসার্চ প্রজেক্ট, শতাধিক রিসার্চ আর্টিকেল, ৫টি বই সম্পাদনা করেন। এছাড়াও তিনি এক্সপেরিমেন্টাল বায়োসায়েন্স জার্নালের প্রধান সম্পাদনা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ বলেন, আমি অনেক আনন্দিত। আমার কাজের রিকোগনিশনটা সত্যিই আমাকে অনেক গর্বিত করেছে। এজন্য বাংলাদেশ সোসাইটি অব এগ্রনোমির কাছে আমি কৃতজ্ঞ।