মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, জাবির হল প্রভোস্টের পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মুরশেদা বেগম।

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টায় তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে ড. মুরশেদা বেগম উল্লেখ করেন, ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণবশত এ দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, প্রভোস্টের পদ থেকে অব্যাহতির আবেদন পেয়েছি। শিক্ষার্থীদের দাবিও শুনেছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অভিযোগের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে, শনিবার (১৯ অক্টোবর) রাতে জাহানারা ইমাম হলের শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রভোস্ট ড. মুরশেদা বেগম দায়িত্ব পালনে গাফিলতি, স্বজনপ্রীতি এবং অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।