চবিতে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করার নির্দেশ

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজ নিজ দফতরে উপস্থিতির পাশাপাশি অবস্থান ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের তালিকা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের অফিস খোলা থাকাকালীন নির্ধারিত সময়ে (সকাল সাড়ে ৮টা হতে বেলা সাড়ে ৩টা পর্যন্ত) অফিসে উপস্থিত হওয়া ও কর্তব্য কাজ শেষে অফিস ত্যাগের ক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস প্রধানরা তাদের স্ব স্ব আওতাধীন জনবলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন।

আরও বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের নামের দৈনিক তালিকা প্রস্তুতপূর্বক উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দফতরে বেলা ১১টার মধ্যে পাঠানোর জন্য সব অফিস প্রধানকে অনুরোধ করা হলো।