বিশ্বসেরা গবেষকের তালিকায় বেরোবির তিন শিক্ষক ও এক শিক্ষার্থী

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম কোলাজ

ছবি: বার্তা২৪.কম কোলাজ

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক সাবেক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’র সমন্বিত জরিপে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

বেরোবির মধ্যে তালিকায় প্রথম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং তৃতীয় স্থানে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

বিজ্ঞাপন

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোরশেদুল হাসান আরিফও তালিকায় রয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের মরডক বিজনেস স্কুলে একাউন্টিং এন্ড ফাইনান্স বিভাগে লেকচারার (অস্থায়ী) হিসেবে কর্মরত আছেন।

বিশ্বসেরা গবেষকের তালিকায় প্রথমবারের মত স্থান পাওয়া ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমি ২০১৩ সাল থাকে গবেষণা করে আসছি। প্রথমবারের মত আমার নাম আসায় এইটি সত্যিই আনন্দের। আমাদের দেশে গবেষণায় তেমন বরাদ্দ নেই। গবেষকদের তেমন মূল্যায়নও করা হয় না। অন্যদিকে গবেষণার উপকরণ সংকট। এরপরও বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় আমাদের নাম আসায় এইটি একটি বড় অর্জন।