ইবির ১৫৪ শিক্ষার্থী পাচ্ছেন শিক্ষাবৃত্তি, ফরম পূরণের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১ এর ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৩ জন মেধা ও ১৪১ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) উপ-রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১-এর ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃত্তির ১৩টি মেধা ও ১৪১টি সাধারণ বৃত্তির জন্য যারা মনোনীত হয়েছে। সেই সকল বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তথ্য আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে পূরণের জন্য অতিসত্তর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, অবশ্যই শিক্ষার্থীর নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। উল্লেখ্য নিম্নলিখিত তালিকায় যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ২৭ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১১ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ১৬ জন, জীববিজ্ঞান অনুষদ থেকে ৯ জন, আইন অনুষদ থেকে ১৬ জন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে ১৯ জন, কলা অনুষদ থেকে ২৫ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৩১ জন মনোনীত হয়েছেন।