ইবি ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর, ক্যাম্পাস রাজনীতিমুক্ত ঘোষণা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবি ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

ইবি ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবর্ষণের প্রতিবাদে ৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ পরবর্তী সময়ে শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর ও প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন তারা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়ে সমাবেশে মিলিত হয়। এসময় প্রায় ১ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন তারা।

বিজ্ঞাপন

এরপরই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বিক্ষোভ সমাবেশের শেষের দিকে সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে একদল যুবক ক্যাম্পাসে ঢুকে পড়ে। শান্তিপূর্ণভাবে তারা মেইন গেট থেকে জিয়া মোড় পর্যন্ত এলেও এরপরেই আশপাশে থাকা লাঠিসোটা দিয়ে জিয়া মোড়ে অবস্থিত শাখা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালায়। এসময় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, টিভি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বন্ধ ক্যাম্পাসে বিএনপি-জামায়াতের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রশিবিরকে লেলিয়ে দিয়ে আমাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ক্যাম্পাস বন্ধ, শিক্ষার্থীরা কেউ নেই এই সুযোগটা কাজে লাগিয়েই ওরা ক্যাম্পাসে এসে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন