ভর্তিচ্ছুদের পদচারণায় প্রাণবন্ত কুবি

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভর্তিচ্ছুদের পদচারণায় প্রাণবন্ত কুবি

ভর্তিচ্ছুদের পদচারণায় প্রাণবন্ত কুবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।

বিজ্ঞাপন

পরীক্ষা শুরুর আগে পরিস্থিতি পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, মোট নয় হাজার এগারো জন পরীক্ষার্থী কুবির ৯টি কেন্দ্রে পরীক্ষা দিবে। আমাদের ব্যবস্থাপনা এখন পর্যন্ত খুবই ভালো। ইতিমধ্যে আমাদের সবচেয়ে দূরের কেন্দ্র শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজসহ সকল কেন্দ্রে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। চারজন ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্রে কাজ করছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমরা পরীক্ষা নিচ্ছি।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি টিচার্স ট্রেইনিং কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, শালবন বিহার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।