ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ভর্তিচ্ছুদের চোখে-মুখে স্বপ্ন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হলেও ভর্তিচ্ছুদের চোখে-মুখে এখন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন।

শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এ পরীক্ষা চলে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা জানায়, প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। এখন অপেক্ষার পালা ফলাফলের। এ বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিষয়ে পড়ার স্বপ্ন যেন তাদের চোখে-মুখে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী লামিয়া জান্নাত জানায়, পরীক্ষা আল্লাহর রহমতে ভাল হয়েছে। ইনশাআল্লাহ চান্স পেয়ে যাব ঢাবিতে।

এই ইউনিটে ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ৫৮ হাজার ৫৬৫ জন। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এর আগে, সকাল সোয়া ১১টায় কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করে ঢাবি।

সারাদেশের মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবার ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী এখানেও প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। এবারও ঢাবির ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। আজকের পর আগামী ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।