জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২৬ শতাংশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৬২.০৭ শতাংশ। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। ‘বি’ ইউনিটে ৭৭.৩৬ নম্বর পেয়ে এক ছাত্র এবং ৭৫.০২ নম্বর পেয়ে এক ছাত্রী প্রথম হয়েছে।

সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ৩২৬টি। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://juniv-admission.org) ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞাপন