আমি কি মানুষ হতে পারি?
স্বপ্নমুক্তি
আগুনের অপেক্ষায় ছিল বর্ণপুঞ্জ
সোনার চেয়েও খাঁটি
পুড়ে-পুড়ে স্বপ্ন হলে
শব্দের সাহস নিয়ে পতাকা ওড়ায়
বাস্তবের কাছাকাছি মর্মের উত্তাপ
স্বপ্নে ভিজে আশা হলে
কুয়াশার গন্ধ মুছে
পদের বর্ণনা লেখে জীবনধারায়
এ-প্রান্তে ও-প্রান্তে যত দর্শন-দর্পণ
বাস্তবের মণি ছোঁবে
দুইশত আশি দিনে
স্বপ্ন মুক্তি পেলে নাম তবে স্বাধীনতা
ভালো আছি
ভিড়ের মধ্যে নিজেকে মৃত দেখলাম
এক লাশ, যে আমাকে বলতে বলল:
ভালো আছি
বয়সের তুলনায় বড়বেশি ভালো আছি
রফা করছি খাদ্য ও পানীয়ের সঙ্গে,
নির্বাসন দিয়েছি ক্রোধ এবং উত্তেজনা
ঔষধ আর অবলম্বনের আপোষে
ভালো আছি
উচ্চরক্তচাপ-মধুমেহ-যকৃৎ-অন্ত্র থেকে
হৃদযন্ত্র-বাত-স্নায়ু ইত্যাদি-ইত্যাদির
গায়ে-গায়ে সেঁটে থাকা কলহ থেকে
ভালো আছি
মৃত আমাকে শুয়ে থাকতে দেখলাম ভেলায়
যে আমাকে বলতে বলল:
ভালো আছি
কাঠের হিসেবে বাড়াবাড়ি ভালো আছি
বর্ষা লেগে গেলে যেমন জলের কীর্তন
তেমন গাছের গোড়ায়ও ঢল
আম-জাম, কাঁঠাল-কদম, জামরুল-মেহগনি
কাকে রেখে কাকে ভাসাই
আর যেখানে কিনা কদলী সম্বল
ভালো আছি
কফিনে ভালো আছি
ভালো আছি ভেলায়
মৃত্যু নিয়ে ভালো থাকার জন্য
প্রতিদিন সংখ্যায় বাড়ছি
মৃতদের মধ্যে আছি
ভালো আছি
মায়া
আটপৌরে চক্রে
চন্দ্রভানু শূন্যমধ্যে ধরা
মায়াবীজ মুগ্ধ পাহারায়
ঋতুদিনে পক্ষ বুঝে
ঝাঁপ দিলে আহ্নিক-বার্ষিক
মায়াপক্ষী পালক ঝরায়
প্রতীক্ষায় দিনরাত্রি
অপেক্ষায় অনু-পরমাণু
মায়াকীট অন্ধ ইজারায়
যে বিস্তার প্রদর্শনে
শ্রেষ্ঠমর্ম দেয় বিসর্জন
মায়াজীব তার অন্তরায়
মায়া কী?
আমি কি মানুষ হতে পারি
আমার স্বদেশ নেই
আমি হাওয়া হতে পারি
আমি মেঘ হতে পারি
আমি চাঁদ-সূর্য থেকে শুরু করে
মানচিত্রহীন সব হতে পারি
হতে পারি এক পাখি
হাঁস অথবা হেরন
পৃথিবীর ক্ষুদ্র সত্য প্রাণ
‘The Cranse are Flying’
আমার কোনোই ভূমিসীমা নেই
কোনো তলশয্যা নেই
তারপরও নুনের দরিয়া থেকে মিঠে স্রোত
সকল আমার ভোগ
আমি এক মৎস্যপ্রাণ
হতে পারি তিমি কিংবা তিতপুঁটি
পৃথিবীর বিন্দু অবস্থান
‘The Old Man and the Sea’
আমার নিজস্ব কোনো বন নেই
পাহাড় ও সমতলে নেই কোনো ছেদ
শীত-গ্রীষ্ম নেই
নেই দাঁত ও নখের ভেদ
আমি এক পশু
হতে পারি বাঘ কি বানর
পৃথিবীর অরূপ সন্ধান
‘বন্যেরা বনে সুন্দর’
আমার তো স্থান-কাল-পাত্র নেই
ক্ষুদ্র ও বৃহৎ বলে কিছু নেই
সেই স্বার্থ জয়-পরাজয়
আমি এক নির্ভার পতঙ্গ
হতে পারি কীটের অধম
কেঁচো অথবা মৌমাছি
পৃথিবীর শূন্য সমাধান
‘Survival of the Fittest’
আমি কি অস্তিত্ব হতে পারি
হতে পারি পাখি-মাছ-পশু-কীট বা পতঙ্গ
আমি কি এক হতে পারি
হতে পারি আকাশ-মৃত্তিকা-জল
আমি কি ভূগোল ফেলে
ইতিহাস হতে পারি
হতে পারি আরেক পৃথিবী
আমি কি মানুষ হতে পারি?