তোমাদের হোক

  • হেলাল হাফিজ
  • |
  • Font increase
  • Font Decrease

অলঙ্করণ: আনিসুজ্জামান সোহেল

অলঙ্করণ: আনিসুজ্জামান সোহেল

সুন্দরের গান

হলো না, হলো না।
শৈশব হলো না, কৈশোর হলো না
না দিয়ে যৌবন শুরু, কার যেন
বিনাদোষে শুরুটা হলো না

বিজ্ঞাপন

হলো না, হলো না
দিবস হলো না, রজনীও না
সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন
এসবও হলো না, ওসব আরো না!

হলো না, হলো না।
সুন্দর হলো না, অসুন্দরও না
জীবন হলো না, জীবনেরও না, কার যেন
কিছুই হলো না, কিচ্ছু হলো না!

বিজ্ঞাপন

হলো না। না হোক
আমি কী এমন লোক!
আমার হলো না তাতে কী হয়েছে?
তোমাদের হোক।

সাপ

ভালোবাসাও দু’মুখো সাপ,
বাসলে কাটে
না বাসলে বিষকাঁটা হয়ে
মন-মগজে-দু’পায়ে ফোটে
বেলাজ ব্যথা মহানন্দে
সারাজীবন সঙ্গে হাঁটে

না

আমি কেউ না, কিছু না।