বইমেলায় মিমি হোসেনের উপন্যাস ‘হুইলচেয়ার’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হুইলচেয়ার উপন্যাসের প্রচ্ছদ করেছেন খন্দকার সোহেল/ছবি: সংগৃহীত

হুইলচেয়ার উপন্যাসের প্রচ্ছদ করেছেন খন্দকার সোহেল/ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মিমি হোসেনের প্রথম উপন্যাস ‘হুইলচেয়ার’। বইটি নিয়ে এসেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র। প্রচ্ছদ করেছেন খন্দকার সোহেল।

পেশায় চিকিৎসক মিমি হোসেন নিজের প্রথম উপন্যাস নিয়ে বলেন, উপন্যাসটি অনুভূতির প্রতিস্থাপনের গল্প। যেখানে দুজন মানুষের ভেতরের প্রেম, দুজনার একে অপরের প্রতি আকাঙ্ক্ষা, প্রকৃতির ইচ্ছেতে জায়গা বদলে নেয়। করুণা আর কৃতজ্ঞতার মোড়কে এই বদলে যাওয়া সম্পর্কগুলোকে বিশ্লেষণ করেছে উপন্যাস জুড়ে থাকা চরিত্রগুলো।

বিজ্ঞাপন

হুইলচেয়ার উপন্যাসে উঠে এসেছে, একজন স্থবির জড় পদার্থের মতো দুর্বল মানুষের দৃঢ় সিদ্ধান্ত নেবার গল্প। ধোঁয়ার মতো জীবন, প্রতিদিন পুড়ে পুড়ে ছাই হয়, সেই জীবনের ছাই, জীবনের দেখা না দেখা ভুবনের অংশই ছড়িয়ে রয়েছে উপন্যাসে।

একুশে বইমেলায় ১৬৭-১৭০ নম্বর স্টলে ভাষাচিত্র প্রকাশনীতে পাওয়া যাচ্ছে বইটি।

এই বইটিতে জীবনের গল্পগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। যেগুলো আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, কিন্তু হয়তো আমাদের অনুভূতি ছুঁতে পারছে না, সেগুলোকে সাজানো হয়েছে।