ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে ৭ নভেম্বর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি চত্বরে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল (লিট ফেস্ট)। বাংলা ও বাঙালিকে বিশ্বের মঞ্চে তুলে ধরার প্রত্যয় নিয়ে আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এ উৎসব।

দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষরে জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া ই-টিকেটটি ব্যবহৃত হবে আয়োজনে অংশগ্রহণকারীর প্রবেশপত্র হিসেবে। 

বিজ্ঞাপন

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা লিট ফেস্টের আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, প্লাটিনাম স্পন্সর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন প্রমুখ। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অংশ নেন ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ এবং আহসান আকবর।

এ সময় সাদাফ সায্ বলেন, ‘আগামী ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য।’

তিনি আরও বলেন, ‘শুধুই লিট ফেস্টের ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে তা নয়, এখানে রয়েছে বইয়ের সমারোহ, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার উন্মুক্ত মঞ্চ। বই প্রকাশ এবং বইয়ের মোড়ক উন্মোচনও অনুষ্ঠিত হবে এই আয়োজনে। লোকশিল্পীদের উপস্থিতিও থাকবে এই আয়োজনে, থাকছেন শিল্পী চন্দনা, মাইজভাণ্ডারী শিল্পীগোষ্ঠী। আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরা। এছাড়া অংশ নিচ্ছেন ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, প্রিয়াঙ্কা দুবে, ফিনিশ সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ডিএসসি পুরস্কারপ্রাপ্ত লেখক এইচএম নাকভি, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজসহ আরও অনেকে।’

লিট ফেস্ট নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদাফ বলেন, ‘ঢাকা লিট ফেস্ট-২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করা হবে। আর এবছর জাতির জনককে নিয়ে থাকছে অসংখ্য সেশন।’

ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, ‘এটিই একটি উৎসব যেখানে বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, বিশ্ব সাহিত্য ও চিন্তাকে বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারি। ঢাকার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই আয়োজন ইতিমধ্যে মানুষের হৃদয় কেড়েছে। আশা করি এবারও সাহিত্যামোদীরা হতাশ হবে না।’

বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘এটা যেহেতু একটা উৎসব, এই উৎসবে শুধু সাহিত্যিক নয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে আসেন এবং তারা আলোচনা করেন। দেশের বাইরে থেকে যে বরেণ্য ব্যক্তিরা আসেন, তাদের সঙ্গে আমাদের দেশের যারা আছেন বিভিন্ন জেনারেশনের তারা আলোচনা করার সুযোগ পান। অনুষ্ঠানে বাংলা যে সেশনগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে অনুসরণ করি, যেহেতু আমি বাংলা ট্রিবিউনের প্রতিনিধি। সেখানে দেখা যায় অনেক কিছু জানার এবং শেখার আছে। সেগুলো আমরা আমাদের পাঠকদের কাছে তুলে ধরি।’

আয়োজকরা জানান, প্রথমদিন এই উৎসবে দেওয়া হবে বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য সম্মাননা জেমকন সাহিত্য পুরস্কার। এতে দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’। প্রদর্শন শেষে চলচ্চিত্র নির্মাতা পিপলু খান বলবেন এর নির্মাণ অভিজ্ঞতা নিয়ে। এছাড়া ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জির আসছেন তার চলচ্চিত্র নিয়ে আলাপ করতে। উৎসবটির প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য মুখর থাকবে বিভিন্ন আয়োজনে।

তিন দিনের এই আয়োজনে অংশ নেবেন, বাংলাদেশি বংশোদ্ভূত বুকার প্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলী, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথা সাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল প্রমুখ। দুই বাংলার জনপ্রিয় বাংলাভাষী লেখক শংকর আসছেন এবারের উৎসবে। সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ।