বিপ্লব বড়ুয়ার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার 'বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য' গ্রন্থের মোড় উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা শাখা আওয়ামী লীগ কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় গ্রন্থকার বিপ্লব বড়ুয়া ও প্রকাশক কবি তারিক সুজাতসহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
জানা যায়, বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত গ্রন্থটিতে দশটি প্রবন্ধ, যা- 'বাঙালির চিরঞ্জীব অনুপ্রেরণার মহাকাব্য', 'বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু', 'বঙ্গবন্ধুর অনন্য সংগ্রাম', 'মহান পিতার সুযোগ্য কন্যা', 'বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দিন ৭ মে ২০০৭', '৩১ জানুয়ারি ১৯৯৬ ভুলে যাওয়া এক অভিশপ্ত দিন', 'ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে বিএনপি'র রাজনীতি', 'পদ্মা সেতুবিরোধী ষড়যন্ত্র ও ইউনূস সেন্টারের বিবৃতি', '১৫ ফেব্রুয়ারির বিএনপি'র নির্বাচন এবং ইতিহাসের কালো অধ্যায়', 'নির্বাচন কমিশন গঠন আইন: অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ' শিরোনামে বইয়ে লেখাগুলো সংকলিত হয়েছে। লেখাগুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণের মাধ্যমে নির্মোহ সত্যাসত্য উপস্থাপিত হয়েছে। এরমধ্যে গ্রন্থকারের জীবনাভিজ্ঞতার প্রেক্ষিতে দুটি রাজনৈতিক স্মৃতিগদ্যও রয়েছে।
বইটিএ শেষ অধ্যায়ে বিপ্লব বড়ুয়া প্রদত্ত একটি ইংরেজিসহ মোট চারটি সাক্ষাৎকার গ্রন্থভুক্ত হয়েছে, যথা-'সরকার ভারত বা চীনমুখী নয়, সম্পূর্ণভাবে দেশের জনগণমুখী', 'মুক্তির প্রশ্নে ভরসা কেবল শেখ হাসিনা', 'তরুণরা সরকারের ওপর ক্ষুব্ধ, আমি বিশ্বাস করি না', এবং 'Seventy-five is A Very Sensitive Term For Us', যেখানে গ্রন্থকারের রাজনৈতিক দর্শন ও দূরদৃষ্টি পাঠকের সামনে প্রতিভাত হয়ে উঠে।
বইটির মুখবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, 'পৃথিবীর অনেক রাজনীতিবিদের রচনাই ইতিহাসের অসামান্য দলিল হিসেবে স্বীকৃত। জাতির পিতার বইগুলো তার সঙ্গে উল্লেখযোগ্য সংযোজন।... বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত বিপ্লবের লেখাগুলো গ্রন্থ হিসেবে প্রকাশ পাচ্ছে, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। লেখাগুলোতে বাংলাদেশের রাজনীতির কিছু চিত্র তুলে ধরেছে বিপ্লব যা পাঠকের কাছে রাজনৈতিক প্রবন্ধ-পাঠের নতুন অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।... বিপ্লবের মতো সকল রাজনৈতিক কর্মীরা সমাজ ও রাজনীতি নিয়ে নিয়মিত লিখবে, এ আমার প্রত্যাশা।'
বইটির লেখক বিপ্লব বড়ুয়া বইটির মুখবন্ধ লেখা ও মোড়ক উন্মোচন করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বইটির প্রকাশক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বইটি জার্নিম্যান বুক্স থেকে প্রকাশিত হয়েছে। শিল্পী হাশেম খানের শিল্পকর্ম অবলম্বনে প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা করেছেন তারিক সুজাত। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।