সন্ধ্যা

  • রাহনুমা খান কোয়েল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

সন্ধ্যা সুন্দর, গতি মন্থর সবার ঘরে ফেরা;

সন্ধ্যা নির্জন, আপনভূবন বিষন্নতায় ভরা ।

বিজ্ঞাপন

সন্ধ্যা ক্লান্ত, পথিক ভ্রান্ত হারায় পথের দিশা;

সন্ধ্যা স্পষ্ট, বাড়ায় কষ্ট একলা থাকার নেশা ।।

 

সন্ধ্যা পালায়, ক্ষণিক আলোয় দিবারাত্রির রুপান্তর;

সন্ধ্যা অবুঝ, স্বপ্ন সবুজ জাল বুনে যায় নিরন্তর ।

সন্ধ্যা একি!  উদাস পাখি শিস দিয়ে ফিরে নীড়ে;

সন্ধ্যা আমার, ডুব দিয়ে যায় গভীর রাতের ভীড়ে। ।

 

সন্ধ্যা মলিন, রাত্রে বিলীন, পলাতক সময়ের ক্লেশ;

সন্ধ্যা কাঁপায়, চোখের তারায় বিরহী সুরের রেশ;

সন্ধ্যা অল্প, মৃদুমন্দ হাওয়ায় স্মৃতি দুলে;

সন্ধ্যা হারায়, ছন্নছায়ায়, বাকী কথা ফেলে ।।