প্রধানমন্ত্রী চেয়েছেন, তাই আমি জিতেছি: বিএনপির সিরাজ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদে জিএম সিরাজ, ছবি: সংগৃহীত

সংসদে জিএম সিরাজ, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ সংসদে বলেছেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। দীর্ঘ এক যুগ পর আবার সংসদে এলাম। গত ৩০ ডিসেম্বর নির্বাচন করেছি, আওয়ামী লীগ জিতেছে, আমি জিততে পারিনি। তবে আমি হারিনি, আমার দল বিএনপি হারেনি। হেরেছে ১০ কোটি ভোটার, হেরেছে ১৬ কোটি জনগণ। হৃদয়ের সেই রক্তক্ষরণ নিয়ে আবার ২৪ জুন নির্বাচন করলাম। এবার জনগণ প্রত্যক্ষ ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী চেয়েছেন, আমি নির্বাচিত হয়েছি।'

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জিএম সিরাজ বলেন, 'আমি বলতে চাই, সরকার চাইলে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমাকে বগুড়াবাসী ভোট দিয়েছে তাদের একটাই দাবি খালেদা জিয়ার মুক্তি।'

তিনি বলেন, 'গতকাল সংসদে মরহুম এরশাদ সাহেবের শোক প্রস্তাবের ওপর আলোচনা শুনলাম। আমার কাছে সংসদের সেই যে জৌলুস, আমার কাছে খুব জৌলুসহীন মনে হল। সংসদের আগের সেই স্মৃতি বিলাসী হয়ে আমার কাছে জৌলুসহীন মনে হয়েছে।'

এরপর জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান তার জবাব দিয়ে বলেন, 'বিএনপি দলীয় সংসদ সদস্য কিছু লিখিত বক্তব্য নিয়ে আসছেন। এরশাদ সাহেবের শোক প্রস্তাবের আলোচনাকে বলছেন জৌলুসহীন। শোক প্রস্তাব যেদিন আলোচনা হবে সেদিন জৌলুস থাকবে না। জৌলুস ছিল এরশাদ সাহেব ক্ষমতায় আসার পর যেদিন বিএনপি নেত্রীকে এক টাকায় বাড়ি দিয়েছিলেন। সেদিন জৌলুসের বিষয় ছিল। শোক প্রস্তাব জৌলুসের বিষয় না। শোক প্রস্তাবে জৌলুস থাকে না।'