শপথ নিয়ে বিরোধীদলের সারিতে সুলতান মনসুর

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদে বিরোধীদলের আসনে বসেছেন গণফোরামের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ/ ছবি: সংগৃহীত

সংসদে বিরোধীদলের আসনে বসেছেন গণফোরামের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ/ ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন গণফোরামের সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে শুরু হয়। এ সময় সুলতান মনসুরকে দেখা যায় সংসদে বিরোধীদল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের বাম পাশের এক চেয়ার পরেই বসেছেন।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় সুলতান মনসুর বলেছিলেন, ‘ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি শপথ নিয়েছি। আমি অবশ্যই সরকারি দলের প্রতিনিধিত্ব করছি না।’

সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।

এদিকে শপথ নেওয়ার পর তার দল গণফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়। এর আগে ১৯৯৬ সালে সুলতান মনসুর আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন।