একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

রিজিয়া রহমানের ছেলে আবদুর রহমান গণমাধ্যমকে জানান, নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তার মা। রক্তের সংক্রমণের কারণে ঈদের পরদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বিজ্ঞাপন

উত্তরা ৫ নম্বর সেক্টরে বাদ আসর রিজিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ছেলে।

১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে রিজিয়া রহমানের জন্ম। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন।

সাহিত্যের নানা শাখায় পদচারণা থাকলেও ষাটের দশক থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, রিজিয়া রহমানের মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবে। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান রিজিয়া রহমান। চলতি বছর তাকে একুশে পদক প্রদান করে সরকার।

তার উল্লেখযোগ্য গন্থগুলো হলো: অরণ্যের কাছে, শিলায় শিলায় আগুন, অগ্নিস্বাক্ষরা, ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, ধবল জোৎস্না, সূর্য সবুজ রক্ত, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অলিখিত উপাখ্যান, একাল চিরকাল, হে মানব মানবী, হারুন ফেরেনি, উৎসে ফেরা।