কবি হেলাল হাফিজ আবার হাসপাতালে

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজ আবার হাসপাতালে। রোববার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে কম্পিউটারে কর্মরত অবস্থায় কবির শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎকগণ কবিকে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হয়েছে। চিকিৎসকগণ তাঁর শারিরীক অবস্থা পরীক্ষা নিরীক্ষার পর ভর্তির সিদ্ধান্ত নেবেন।

কবির নিকটজন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, কবি আবদুল মান্নান এ প্রতিবেদককে বলেন, হেলাল হাফিজ প্রতিদিনের মতো সকালে প্রেসক্লাবে এসে নাস্তার পর তিনতলার মিডিয়া সেন্টারে যান। কম্পিউটারে বসার পর কবির চরম শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থা খারাপ হতে থাকলে তাঁকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে কবি হেলাল হাফিজ বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আত্মীয়স্বজনরা তাঁকে  জোর করেই বাসায় নিয়ে বিশ্রামে রাখেন। ইস্কাটনের বাসা থেকে সপ্তাহখানেক আগে তিনি তাঁর দীর্ঘদিনের আবাস তোপখানা রোডের কর্ণফুলি হোটেলকক্ষে ফিরে আসেন এবং আগের মতো জাতীয়  প্রেসক্লাবে যাতায়াত শুরু করেন।