‘ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে ইভিএমের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় সরকার’
ঢাকা: সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে 'শেষ কৌশল' হিসেবে ইভিএমের মাধ্যমে সরকার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত হবে এবং তার নেতৃত্বে যে সুনামি আসবে সেই সুনামিতে ইভিএমসহ আপনারা (সরকার) ভেসে যাবেন।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ওয়ান ইলেভেনের পর আবারও আমরা গণতন্ত্রের সংগ্রামে। গণতন্ত্রের সংগ্রামের অপর নাম খালেদা জিয়া। গণতন্ত্রের দিশারী হিসেবে গণতন্ত্র পূনরূদ্ধারে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দাবিতে আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ইভিএম টিভিএম কি যেন বলছেন- এগুলো চলবে না। এখনও কর্মসূচি আসে নাই। কর্মসূচি আসলে বুঝবেন। তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, ভোটের দরকার নেই, আমি কাজ করি জনগণের কল্যাণে'। আপনি ঠিকই বলেছেন, আপনার ভোটের দরকার নেই। আপনার দরকার ক্ষমতার।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, আপনারা ইভিএম নিয়ে নাটক বন্ধ করুন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, এজেডএম জাহিদ, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, উপদেষ্টা বরকত উল্লাহ বুলু প্রমুখ।