শূন্য মাঠে আর খেলতে দেয়া হবে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা: শূন্য মাঠে আর খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘একতরফা নির্বাচন করতে দেয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ।

রিজভী বলেন, ‘একতরফা নির্বাচন পরিচালনা করতে সরকার নিজেদের মতো করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছেন। সরকারের একতরফা নির্বাচনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’

শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, ‘৫ জানুয়ারির মতো নির্বাচন আর হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’

নিজেদের ব্যর্থতা ঢাকতে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ‘খালেদা জিয়া ও তারেক রহমানকে’ জড়িয়ে নানা উদ্ভট কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি।

ঈদ যাত্রা নিয়ে রিজভী বলেন, ‘ঈদের দিন সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অসংখ্য। ঈদের খুশির দিনে বাড়িতে বাড়িতে শোকের মাতম চলছে। অবৈধ সরকারের অব‍্যবস্থাপনার ফলে দেশের সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’