জেনেভায় আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য অবাস্তব: ব্যারিস্টার খোকন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আইনমন্ত্রী আনিসুল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছবি: সংগৃহীত

জেনেভায় জাতিসংঘের সভায় আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বাংলাদেশে ঘটে যাওয়া পরিস্থিতির কোনো মিল নেই উল্লেখ করে সেই বক্তব্যকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাক বলেন তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আইন মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, 'বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে তিনি (আইন মন্ত্রী) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিথ্যাচার করেছেন। প্রকৃতপক্ষে কাগজে কলমে দেশের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা থাকলেও বাস্তবতা ভিন্ন। দেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার লেখা বইয়েও কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদনে বলেছেন, সরকারের কথায় ষোড়শ সংশোধনী বাতিলের রায় না দেওয়ায় তাকে জোরপূর্বক অসুস্থ বানিয়ে দেশ ত্যাগে বাধ্য ও প্রধান বিচারপতির আসন থেকে পদত্যাগে রাষ্ট্রযন্ত্র কর্তৃক বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিচারকরা যেন সরকারের কথায় রায় দেয় এরই উদ্দেশে বিচারকদের মনে ভীতি সঞ্চারের অভিপ্রায়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট দুর্নীতির মামলা দায়ের করা হয়।'

বিবৃতিতে আরও বলেন, 'যে দেশের একজন প্রধান বিচারপতি ন্যায় বিচার পায় না, সে দেশের বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু প্রশ্নবিদ্ধ তা দেশের মানুষের কাছে জানা। আর পুলিশ বিভাগ সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে এবং গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী জড়িত মর্মে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। অতএব জেনেভায় আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'