খালেদা জিয়াকে দেখলে চিনতে পারবেন না: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সমস্যার কথা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার জিহ্ববায় আলসার হয়েছে। তিনটি দাঁত ক্ষয় হয়ে গেছে। জরুরি তাঁর দাঁতের চিকিৎসা প্রয়োজন। কয়েকটি দাঁত ফেলেও দিতে হবে। গত এক সপ্তাহে খালেদা জিয়ার চার কেজি ওজন কমে গেছে। এখন আপনারা খালেদা জিয়াকে দেখলে চিনতে পারবেন না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের ভয়াবহ অবনতি হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি। তাঁর পছন্দ অনুযায়ী দেশে অথবা বিদেশে যেখানে তিনি চিকিৎসা করতে চান, সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার সময় অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হেঁটে গিয়েছিলেন। এখন তিনি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না। গত ১৭ মাসে তাঁর শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একজন প্রথম শ্রেণীর কয়েদির সঙ্গে যে আচরণ করা হয়, খালেদা জিয়ার সঙ্গে তার চেয়ে খারাপ আচরণ করা হচ্ছে। এটা অমানবিক, কোনোভাবে এটা মেনে নিতে পারি না। খালেদা জিয়ার সঙ্গে সরকারের এমন আচরণের উদ্দেশ্য কী?’

‘চিকিৎসাবঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি তার জীবনের অবসান ঘটানোর চেষ্টা করা? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে দেখা দিয়েছে। গত এক সপ্তাহে খালেদা জিয়ার ডায়াবেটিস ১৮-২০ এর নিচে নামছে । ইনসুলিন ব্যবহারের পরও তা নিয়ন্ত্রণে আসছে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন প্রমুখ।