জনগণ ছাড়া আমাদের কোনো অস্ত্র নেই: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪

জনগণ ছাড়া আমাদের কোনো অস্ত্র নেই, সৈনিক নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় এক কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘নির্বাচনে আমার জনগণকে সঙ্গে নিয়ে এক প্রকারের যুদ্ধে নেমেছিলাম। কিন্তু আমাদের সেই অস্ত্রকে লুণ্ঠন করে নিয়ে তারা (আ:লীগ) বন্দুক-পিস্তল দিয়ে সরিয়ে দিয়েছে। জনগণকে তারা পরাজিত করেছে, বিএনপিকে নয়। জনগণকে নিয়ে আন্দোলন সৃষ্টি করতে হবে তাহলেই এই সরকারকে পতন করা যাবে। সেই সঙ্গে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে।’

বিএনপির পার্লামেন্টে যাওয়ার ব্যাপারে মহাসচিব বলেন, ‘আমার প্রতিটি জায়গায় সুযোগ দিতে চাই। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনা, আমাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়। আজ দেখুন পার্লামেন্টে বিএনপির সংসদ সদস্যরা বিনা দ্বিধায় কথা বলতেছে। এতে করে কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছেনা, বরং আমাদের এতে লাভ হচ্ছে। এই জন্যই আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে গিয়েছে।’

নিজের পার্লামেন্টে না যাওয়ার ব্যাপারে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার দলের সিদ্ধান্তে এবং নির্বাচন যে সুষ্ঠু হয়নি সেই সঙ্গে এই পার্লামেন্টে যে বৈধ নয় এই প্রতিবাদ জানাতে বিএনপির মহাসচিব হিসেবে পার্লামেন্টে অংশগ্রহণ করিনি আমি।’

এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।