বিএনপি নেতা হাসান মামুনকে গ্রেফতারের অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাসান মামুন/ ছবি: সংগৃহীত

হাসান মামুন/ ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে গ্রেফতার করে নিয়ে গেছে র‍্যাব-৩। তার পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শনিবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টায় রাজধানীর শান্তিনগরের বাসা থেকে র‍্যাব-৩ এর সদস্যরা সাদা পোশাকে তাকে আটক করে নিয়ে গেছে বলে তার স্ত্রী বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হাসান মামুনের স্ত্রী বলেন, ‘এইমাত্র জানতে পেরেছি তাকে (হাসান মামুনকে) র‍্যাব হেড কোয়ার্টারে নেওিয়া হয়েছে। মিথ্যা অভিযোগে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। জাতিকে ধ্বংস করা এই প্রশ্নফাঁসকে আমি এবং আমার স্বামী উভয়েই ঘৃণা করি। তার গ্রেফতার নিয়ে আমরা উদ্বিগ্ন।’