বাজেট ২০১৯-২০

সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই: আমির খসরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খসরু, ছবি: বার্তা২৪

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খসরু, ছবি: বার্তা২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই। বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।’

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়ায় একমাত্র অনির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকার। যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। এই সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, দায়বদ্ধও নয়।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। তারাই অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে। দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে।’