শিগগিরই মাঠে নামবে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির বৈঠক, ছবি: বার্তা২৪

বিএনপির বৈঠক, ছবি: বার্তা২৪

২০ দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য ২০ দল শিগগিরই দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

সোমবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বিজ্ঞাপন

জনস্বার্থ বিষয়ে ২০ দল শিগগিরই কর্মসূচি দেবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘ধানের মূল্য কম হওয়ায় কৃষক মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। ২০ দল এমন ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। শিগগিরই ২০ দলের উদ্যোগে আমরা প্রেসক্লাবের সামনে একটা মানববন্ধন করব। সারাদেশে ২০ দলের উদ্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘একইভাবে বেকারত্ব দূর করার জন্য আমাদের দেশের সাধারণ মানুষ, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টিকেও ২০ দল গুরুত্ব দিয়ে দেখছে। দেশে আইনের শাসন না থাকায় ক্রমবর্ধমানভাবে নারী ও শিশু নির্যাতন, হত্যা ধর্ষণ, খুন, বেকারত্ব, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে যত দ্রুত সম্ভব জনস্বার্থ বিষয়ক কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এই সব বিষয়ে ২০ দল জোটগতভাবে এবং জোটের শীর্ষ নেতারা যার যার উদ্যোগে কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সভায় ২০ দলের ঐক্যকে আরও শক্তিশালী করে দেশের গণতন্ত্র রক্ষায় যেসব দল আছে তাদের সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের ঘোষণা দেয়া হবে।’

জোটের শরিকদের প্রসঙ্গে নজরুল বলেন, ‘২০ দলীয় জোটের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য বেশি বেশি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলের কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য ২০ দল জোর দাবি জানাচ্ছে। ১৬ মাস ধরে মিথ্যা অভিযোগে বিচারের নামে কারারুদ্ধ করে রাখা বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক নিষ্ঠুরতার সবচেয়ে নিন্দনীয় দৃষ্টান্ত বলে সভা মত প্রকাশ করেছে এবং তার মুক্তির জন্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।’