কোর্ট এখন জেলখানার পিছে ঘুরছে: আমীর খসরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, ছবি: বার্তা২৪.কম

গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, ছবি: বার্তা২৪.কম

কোর্ট এখন জেলখানার পিছে ঘুরছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, 'কোর্ট যদি জেলখানায় ঘুরে বেড়ায় সেখানে জনগণের ন‍্যায় বিচারের প্রত্যাশা এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন চলে আসে।'

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা বিশেষ জজ আদালতের বিচারিক কার্যক্রম কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

সোমবার (১৩ মে) বিকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠক চলাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'কোর্ট এখন জেলখানার পিছে পিছে ঘুরছে। জেলখানায় ঢুকে পড়েছে। দেশে আইনের শাসনের কি অবস্থা তা দেখতেই পাচ্ছেন।'

তিনি আরও বলেন, 'কোর্ট, কোর্টের জায়গায় থাকবে। কোর্ট যদি জেলখানায় ঘুরে বেড়ায় তাহলে আর সম্মান থাকে না। এতে করে ন‍্যায় বিচারের প্রত্যাশা আর কতটুকুই থাকে। সবকিছুতে স্থান কাল পাত্র ভেদে একটা ব্যাপার আছে না? কোর্ট থাকবে কোর্টের জায়গায়। সেখানে কোর্ট যদি জেলখানায় ঘুরে বেড়ায় সেখানে জনগণের ন‍্যায় বিচারের প্রত্যাশা এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন চলে আসে।'