সাজাপ্রাপ্ত আসামিও প্যারোলে মুক্তি পেতে পারে: কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ড. কামাল হোসেন

সাজাপ্রাপ্ত আসামিও প্যারোলে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট আইন প্রণেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

শনিবার (৩ নভেম্বর) রাতে মতিঝিল তার চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টেয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত কোনো আসামি প্যারোলে মুক্তি পেতে পারেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, পারবে না কেন? অবশ্যই পারবে।

তবে এই ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি -এর কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে যান।

এদিকে দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঐক্যফ্রন্টের মুখপাত্র করা হয়।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সংলাপ চলমান রাখতে আগামীকাল ফের চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।

 এছাড়া আগামী ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা এবং ৯ নভেম্বর রাজশাহীতে জনসভার প্রস্তুতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।