আ.লীগের সঙ্গে বিকল্পধারার সংলাপ সন্ধ্যায়

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার বিকল্পধারার সঙ্গে সংলাপে বসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে সংলাপের জন্য বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এই সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন বলেও জানা গেছে।

৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের আগ্রহ জানিয়ে বিকল্পধারা ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বি.চৌধুরী চিঠি পাঠান। ওই দিন রাতে প্রধানমন্ত্রী সেই আহ্বানে সাড়া দিয়ে বি.চৌধুরীকে সংলাপের জন্য আমন্ত্রণ জানান।