বিদেশি কুটনীতিকদের সামনে ঐক্যফ্রন্টের ৭ দফা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীর হোটেল লেকশোরে বিদেশি কূটনীতিক দল/ ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল লেকশোরে বিদেশি কূটনীতিক দল/ ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি ও ১১ লক্ষ্য তুলে ধরেছেন ঐক্যফ্রন্টের নেতারা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট বিদেশি কূটনীতিকদের সামনে তাদের দাবি তুলে ধরেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৈঠকে সূচনা বক্তব্য রাখেন। এরপর ড. কামাল হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্যে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা তুলে ধরেন তিনি। এ সময় কূটনীতিকদের প্রশ্নের জবাবও দেন ড. কামাল হোসেন।

ঢাকায় অবস্থানরত সুইজারল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, ভিয়েতনাম, কানাডা, তুরস্ক, চীন, ফান্সসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, গণ ফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির আসম আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।