লিঁয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃহত্তর জাতীয় ঐক্য তৈরিতে লিঁয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া ও একিউএম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

'বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লিঁয়াজো কমিটি গঠনের প্রক্রিয়ায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে।' 

বৈঠক সূত্রে জানা গেছে, লিঁয়াজো কমিটির গঠন প্রক্রিয়া কেমন হবে, কর্মপরিধি কি হবে তা চুড়ান্ত করতে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায়  ড. কামাল হোসেনের বাসায় এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বি. চৌধুরী, ড. কামাল হোসেন, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ জোট প্রক্রিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে সোমবার(২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বৃহত্তর জাতীয় ঐক‍্য, নির্বাচন ও খালেদা জিয়ার মামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।