ডেঙ্গু প্রতিরোধে অভিনয় শিল্পী সংঘের কর্মসূচি

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনয় শিল্পী সংঘের সদস্যরা

অভিনয় শিল্পী সংঘের সদস্যরা

ডেঙ্গু প্রায় মহামারীর আকার ধারণ করেছে। অভিনয় শিল্পী সংঘ এই সমস্যার সমাধানে মাঠে নামছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে অভিনয় শিল্পী সংঘ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে আগামী ১ আগস্ট দুটি পৃথক কর্মসূচি পালন করবে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, ১ আগস্ট উত্তরা ৭ নম্বর সেক্টর কাবাব ফ্যাক্টরির সামনে সকাল ১০টায় ও উত্তরা ৪ নম্বর সেক্টর রেল লাইনের পাশে সকাল সাড়ে ১১টায় নানা কর্মসূচি পালন করবে তারা।

বিজ্ঞাপন

এই কর্মসূচি সফল করতে অভিনয় শিল্পী সংঘের সকল অভিনয় শিল্পীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন নাসিম।