সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ২০১৭ সালে ১৯ বছরের সংসারের ইতি টানেন তারা। কিন্তু এই তারকা জুটির বিচ্ছেদ হয়ে গেলেও এখনও একটি বন্ধনে বেঁধে রয়েছেন তারা। আর সেটি শুধুমাত্র তাদের একমাত্র ছেলে আরহান খানের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন আরবাজ খান।
এ প্রসঙ্গে আরবাজ খান বলেন, “অনেকগুলো বছর একসঙ্গে রয়েছি আমরা। রয়েছে বেশ কিছু মধুর স্মৃতি। কিন্তু সবচাইতে বড় ব্যাপার হলো, আমাদের একটি সন্তান রয়েছে। আমরা এখনও একে অপরকে সম্মান করি। হয়তো এমন কিছু ছিল যার ফলে আমাদের আলাদা হয়ে যেতে হয়েছে। তবে তার মানে এই নয় যে, আমরা একজন আরেকজনকে ঘৃণা করি।“
বিজ্ঞাপন
শুধু মালাইকা নয়, তার পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ খান। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘মালাইকার পরিবারের সঙ্গে আমার এখনও ভালো সম্পর্ক রয়েছে। আমরা এক ছাদের নীচে বসবাস করতে পারছিলান না তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু আরহান আমাদের একসঙ্গে বেঁধে রেখেছে। সে যখন আর একটু বড় হবে আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।’
ঢাকার সংগীতপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার দিতে যাচ্ছে ব্লু ব্রিক কমিউনিকেশনস। রাজধানীর সেনাপ্রাঙ্গণে আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে "ঢাকা ড্রিমস," একটি দুই দিনব্যাপী সংগীত কনসার্ট। এই কনসার্টে প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’।
‘কাভিশ’ তাদের মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে দারুণ সাড়া ফেলেছে।
কনসার্টেরসূচি
১০ জানুয়ারি, প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে।
১১ জানুয়ারি, দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশ-এর আরেকটি মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।
কাভিশ-এরঅভিষেকপারফরম্যান্স
১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত এই ব্যান্ড তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। "বাচপান" এবং "তেরে পেয়ার মে" গানগুলোর মতো কালজয়ী সুর নিয়ে কাভিশ প্রথমবারের মতো ঢাকা শহরে তাদের ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে।
"ঢাকা রেট্রো" কনসার্টে কাভিশ-এর এক ভিডিও বার্তা প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তাদের পারফরম্যান্স নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনায় এবার যুক্ত হচ্ছে বাস্তবতা, যখন কাভিশ ঢাকার মঞ্চে তাদের যাদুকরী সুর পরিবেশন করবে।
ব্লু ব্রিক কমিউনিকেশনস, যারা এর আগে "ঢাকা রেট্রো"-র মতো সফল ইভেন্ট আয়োজন করেছে, এবার "ঢাকা ড্রিমস"-এর মাধ্যমে দর্শকদের জন্য শান্ত, সুরেলা এবং স্মরণীয় দুটি রাত উপহার দিতে প্রস্তুত।
ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেছেন, "আমরা এমন একটি স্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্ট এর আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট ।"
কয়েক মাস ধরেই টলিউডের বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছিল। কলকাতার একাধিক গণমাধ্যমের দাবি, বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যেত তাদের। খেলার মাঠ থেকে শুরু করে টলিউড পার্টি- প্রায় সবসময়েই তারা পাশাপাশি। আর ২৫তম জন্মদিনে যেন প্রেমটা প্রকাশ্য হলো। কথা হচ্ছে টলিউডের নতুন ক্র্যাশ সৌরসিনী আর একই ইন্ডাস্ট্রির নামকরা চিত্রনায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈনকে নিয়ে!
বছরের প্রথম দিনটািই ছিলো সৌরসিনীর জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন তিনি। আর তার থেকেও বেশি যেটা নজর কেড়েছে, তা হল সৌরসেনীর ইনস্টাগ্রাম স্ট্যাটাস। সেখানেই দেখা মিলেছে তার কথিত 'প্রেমিক'-এর।
বর্ষবরণ বা জন্মদিনের রাতে যুগলে একটি পার্টিতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই একটি আদুরে ছবি ভাগ করে নিয়েছেন সৌরসেনী। নিখিলের গলা জড়িয়ে ধরেছেন তিনি। অভিনেত্রীর তন্বী কোমরে হাত রেখেছেন নিখিল। পরস্পরের চোখে চোখ, মুখে হাসি। ছবির সঙ্গে সৌরসেনী লিখেছেন, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল’।
নিখিল জৈন প্রখ্যাত শাড়ি ব্যবসায়ী। তেবে ২০১৯ সালে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহানের সঙ্গে প্রেমের খবর নিয়ে তিনি দারুণ আলোচনায় আসেন। তুরস্কে মহা সমারোহে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। তাদের প্রেম ও বিয়ে সেই সময়ে ছিল স্বপ্নের মতোই সুন্দর।
বছর না ঘুরতে ঘুরতেই সেই বিয়েতে সমস্যা শুরু হয়। স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের আয়ু বেশিদিন ছিল না। নুসরাত ঘর বেঁধেছেন চিত্রনায়ক যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের একটি সন্তানও রয়েছে। নতুন জীবন শুরু করেছেন নিখিলও। তার সঙ্গে এর আগে নাম জড়িয়েছিল অভিনেত্রী ত্রিধার।
এদিকে, নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি সৌরসেনী বা নিখিল।
গেল বছর নিজের জন্মদিনে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে ‘জংলি’ নামে নতুন ছবির ঘোষণা দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত বছর কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে নতুন বছরের প্রথমদিন সিয়াম জানিয়ে দিলেন, চলতি বছর সিনেমা হলে আসছে ‘জংলি’।
এই সিনেমার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন সিয়াম। তাই ‘জংলি’র চরিত্রটা গেল এক বছর আগলে ধরে রেখেছেন তিনি। চরিত্র হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই নায়ক।
থার্টি ফার্স্ট নাইটে সিয়াম ফেসবুকে লেখেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। পরিচালনার দায়িত্বে আছেন এম রাহিম। এতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সব কিছুই আগে। বলা চলে, পুরাদস্তুর কমার্শিয়াল সিনেমা। সিনেমার শুটিং শেষে ভারতে পোস্ট প্রডাকশনের কাজও শেষ। চমক নিয়ে আসবে ‘জংলি’ যা চলতি বছর সিনেমা হলে দেখা যাবে বলে জানালেন সিয়াম।
তার কথায়, ‘২০২৪ সালে সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি ২০২৫ সালে। আপনারা সিনেমা হলে আসবেন। আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমা হলে বসে। এটাই আমার কামনা। দারুণ চমক নিয়েই ‘জংলি’ আসছে ২০২৫ সাল।’
এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা। ‘জংলি’র সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
পর্দা উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্রবিষয়ক আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
তবে দর্শকের সবচেয়ে আগ্রহ থাকে দেশিয় নতুন ছবিগুলো নিয়ে সাজানো উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’ নিয়ে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই বিভাগে এবার ১০টি সিনেমা জায়গা করে নিয়েছে।
তারই একটি ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী। রুনা খান ছাড়াও ছবিটিতে রয়েছেন রোকেয়া প্রাচীর মতো গুণী অভিনেত্রী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী, সুজাত শিমুলসহ অনেকে।
এবারই প্রথম নয়, এর আগেও ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ রুনা খানের একাধিক ছবি জায়গা করে নিয়েছিলো। যারমধ্যে রয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ও সাজেদুল আওয়াল পরিচালিত ‘ছিটকিনি’। ‘হালাদা’ ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জয় করে নেয়।
ফলে এবারের ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি নিয়ে কতোটা এক্সাইটেড? জানতে চাইলে রুনা খান বার্তা২৪.কমকে বলেন, ‘‘আসলে কিছু প্রাপ্তি থাকে যার কোন তুলনা হয় না। একজন নারী যতোবার সন্তানের মা হন, ততোবারই একই রকম এক্সাইটমেন্ট, একই রকম শিহরনের মধ্য দিয়ে যান। তেমনি একজন শিল্পী যতোবারই জাতীয় পুরস্কার পাক না কেন, অনুভূতি একই রকম আনন্দের থাকে। আমার কাছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি থাকাও একই রকম আনন্দ ও সম্মানের। কারণ এটি আমাদের দেশের চলচ্চিত্রবিষয়ক সবচেয়ে বৃহৎ ও সমৃদ্ধ আয়োজন।’’
রুনা খানের ‘নীলপদ্ম’ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দুদিন প্রদর্শীত হবে। প্রথম শো হবে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় যাদুঘর মিলনায়তনে। পরের শোটি হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ।
এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি দুদিনই উপস্থিত থেকে ছবিটি দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই। যতো বেশি দর্শকের কাছে ছবিটি পৌঁছবে ততোই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই ছবিটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।’
প্রসঙ্গত, এ বছর রুনা খানের ‘নীলপদ্ম’র পাশাপাশি ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ জায়গা পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হওয়া সিনেমা ‘প্রিয় মালতী’, কুসুম সিকদারের রচনা, পরিচালনা, প্রযোজনায় প্রথম সিনেমা ‘শরতের জবা’, তাসনিয়া ফারিনের অভিষেক সিনেমা ‘ফাতিমা’, আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’, শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ওয়েব সিনেমা ‘রক্তজবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’সহ আরও ২টি ছবি।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘আমরা আগে আটটি সিনেমার নাম ঘোষণা করেছিলাম। এবার আরও দুটিসহ সর্বমোট ১০টি সিনেমার নাম ঘোষণা করেছি। দর্শকদের জন্য শৈল্পিক বিচারে কিছু পরিবর্তনের মাধ্যমে সিনেমাগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।’ বরাবরের মতো ঢাকা উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।