‘কালো’র আয়োজনে জয়ার ‘খাঁচা’

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘খাঁচা’ ছবির দৃশ্যে আজাদ আবুল কালাম ও জয়া আহসান

‘খাঁচা’ ছবির দৃশ্যে আজাদ আবুল কালাম ও জয়া আহসান

কাউন্টার ফটো স্টুডেন্ট ফোরাম ‘কালো’ দেশীয় চলচ্চিত্রের প্রসারে কাজ করে। সংগঠনটি এবার আকরাম খান পরিচালিত প্রশংসিত ছবি ‘খাঁচা’র প্রদর্শনীর আয়োজন করেছে।

আগামী ২৬ জুলাই ‘কালো’র উত্তরা ক্যাম্পাসে বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ছবিটি। প্রবেশমূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা।

বিজ্ঞাপন

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘খাঁচা’ মুক্তি পায় ২০১৭ সালে। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে দেখানো হয়েছে এটি। এতে মূল তিনটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, মামুনুর রশীদ ও আজাদ আবুল কালাম।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মিত ‘খাঁচা’র বিষয়বস্তু দেশভাগ। এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। এছাড়াও অভিনয় করেছেন চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ।

বিজ্ঞাপন