‘গানের রাজা’র চ্যাম্পিয়ন লাবিবা

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইরুজ লাবিবা, মো. শফিকুল ইসলাম ও সিঁথি সরকার

ফাইরুজ লাবিবা, মো. শফিকুল ইসলাম ও সিঁথি সরকার

শিশু-কিশোরদের সংগীতনির্ভর রিয়েলিটি শো ‘গানের রাজা’র খেতাব জয় করেছেন খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা।

শুক্রবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিলো ‘গানের রাজা’র চূড়ান্ত আসর। সেখানেই লাবিবার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555730366846.jpg

বিজ্ঞাপন

পুরস্কার হিসেবে লাবিবা পেয়েছে ৫ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী নেত্রকোনার মো. শফিকুল ইসলাম পেয়েছে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ময়মনসিংহের সিঁথি সরকার পেয়েছে ২ লাখ টাকা। এছাড়া সবার জন্যই ছিলো আর্কষণীয় পুরস্কার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555730277390.jpg
রুনা লায়লা

 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- রুনা লায়লা, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই ফুডস্ লিমিটেড-এর ব্যবসায় পরিচালক ফারিয়া ইয়াসমিন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কোনাল ও ইমরান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555730299194.jpg
আসাদুজ্জামান নূর

 

অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555730322225.jpg
পরীমনি

 

শীর্ষ ৫ প্রতিযোগী লরা, লাবিবা, শফিকুল, পনি চাকমা এবং সিঁথির সঙ্গে গান করেছেন যথাক্রমে আগুন, এস আই টুটুল, ডলি সায়ন্তনি, তপু এবং তপন চৌধুরী।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555730342811.jpg
কোনাল ও ইমরান

 

এরপর একঝাঁক সহশিল্পীদের সঙ্গে একক পারফরমেন্স করেন পরীমনি এবং জুটি বেঁধে পারফর্ম করেন পূর্ণিমা ও রোশান। প্রধান দুই বিচারক কোনাল ও ইমরানও একটি পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লাক্স-চ্যানেল আই তারকা মুমতাহিনা টয়া ও শিশুশিল্পী সাহির। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাহের শিপন।