শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান সাবিনা ইয়াসমিনের

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অসহায় শিশুদের সুরক্ষায় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন নিজেও।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি হোটেলে চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশুশ্রম রোধ ও শিশু অধিকার সুরক্ষা নিয়ে কথা বলেন সাবিনা ইয়াসমিন।

বিজ্ঞাপন

গুণী এই শিল্পীর মন্তব্য, একজন সামর্থ্যবান ব্যাক্তি অন্তত একটি শিশুর লেখাপড়া কিংবা তার শিক্ষাদীক্ষায় পাশে দাঁড়ালে লক্ষ-কোটি শিশুর ভবিষ্যত উজ্জ্বল হবে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অনাথ ও দরিদ্র শিশুদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

আয়োজকরা জানান, আগামী ১৯ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে অনুুুুষ্ঠিত হবে চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট। এর আয়োজন করছে ডিসট্রেডস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)। এটি বিকাল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।