লালগালিচার আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকালো আসর। হলিউডের প্রথম সারির তারকারা এখন সেখানে পা মাড়িয়ে যাচ্ছেন। ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় এখন তারকাদের জট! বিখ্যাত ডিজাইনারদের বাহারি সব পোশাক পরে এসেছেন নামি-দামি তারকারা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা) লালগালিচায় তারকাদের অংশগ্রহণ সরাসরি সম্প্রচার শুরু করে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরের মূল আয়োজন। তবে জাঁকালো অনুষ্ঠানটিতে এবার কোনও সঞ্চালক থাকছেন না। শুরুতে রয়েছে ব্রিটিশ ব্যান্ড কুইনের পরিবেশনা। তাদের প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে নির্মিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ পেয়েছে পাঁচটি মনোনয়ন।
সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তিনি লন্ডন যাচ্ছিলেন। তবে কাগজপত্রে জটিলতা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেফতার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন।
মঙ্গলবার হঠাৎ বিধ্বংসী দাবানল আঘাত হানে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায়। লস অ্যাঞ্জেলসের এই প্যাসিফিক প্যালিসেডসেই বসবাস হলিউডের বহু তারকার। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্- অনেক নামী তারকা রয়েছে সেই তালিকায়। এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহিও। ফলে লেলিহান আগুনের কবলে পড়েন তিনিও! তাই অবিলম্বে তাকে ও তার সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নোরা সমাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন তার ভয়াবহ অভিজ্ঞতা।
এক ভিডিও বার্তায় নোরা বলেছেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’
নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’
নোরার এই ভিডিও ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তারা।
এদিকে, দাবানল নিয়ে আরেক প্রখ্যাত বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যারা লড়াই করছেন তাদের কুর্নিশ জানিয়েছেন প্রিয়ঙ্কা।
দাবানলে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ। বাদ যাননি রুপালি পর্দার তারকারাও। তাদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে ভিজে হাহাকার করছেন তাবড় হলিউডি তারকারা। জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের।
প্যারিস হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টিভিতে সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। তিনি হাহাকার করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়। এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। আমার্ পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের বাকিরা।
খ্যাতনামা অভিনেত্রী জেমি লি কার্টিস সমাজমাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে, যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন। তার শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্রুদ্ধ তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেকসহ অনেকে।
অবশেষে জট কেটেছে। মুক্তি পাচ্ছে বলিউডের শক্তিমান অভিনেত্রী কঙ্গনা রানৌতের ছবি ‘ইমার্জেন্সি’। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কম ঘাম ঝরালেন না অভিনেত্রী। ‘ইমার্জেন্সি’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪-এর ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের থেকে মিলছিল না ছাড়পত্র। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনার ছবি।
ছবিটি এবার মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির চিত্রনাট্যকার, প্রযোজকও কঙ্গনা নিজেই। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সাংসদ ছবিটি দেখতে প্রিয়ঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন।
সংসদ ভবনে প্রিয়াঙ্কা সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার। তখনই বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান তিনি। সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, “প্রিয়াঙ্কাজির সঙ্গে সংসদে দেখা হয়েছিল। প্রথমেই তাকে বললাম, ‘আপনার কিন্তু ইমার্জেন্সি দেখা উচিত’। খুবই আনন্দিত হয়ে উত্তর দেন তিনি, ‘হ্যাঁ। হয়তো দেখব।’ আমি তাকে বলেছি, ‘এই ছবি আপনার পছন্দ হবেই’।”
গান্ধী-নেহরু পরিবারের সকলকেই কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আগে দেখা যাক, তারা ছবিটা দেখতে চান কি না। এই ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গবেষণা করার সময়ে লক্ষ করেছিলাম, তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, বহু দিক রয়েছে এই ব্যক্তিত্বের।’
নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা। সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, ‘ইন্দিরা গান্ধীও এই নেপোটিজ়মেরই ফসল।’
প্রায় ১৫ বছরের দাম্পত্য তাদের। আচমকাই ২০২১ সালে বিচ্ছেদের কথা শোনা যায় টলিপাড়ার চর্চিত দম্পতি বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের। চার বছর হতে চলল তাদের ছাদ আলাদা হয়েছে। পাকাপাকি ভাবে বিচ্ছেদ এখনও বাকি। আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু একদা যাদের সুখী দাম্পত্যকে দৃষ্টান্ত করা হত, তাদের বিচ্ছেদের খবর বিশ্বাস করতে বেশ কষ্টই পেতে হয় অনুরাগীদের। কানাঘুষো এই পতি-পত্নীর মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। তিনি আবার টলিপাড়ার মিষ্টি নায়িকা। যদিও সেই নায়িকা ‘তৃতীয় ব্যক্তি’ হওয়ার তত্ত্ব নাকচ করেছেন।
এত দিন সম্পর্কে ভাঙন নিয়ে মৌনতা বজায় রাখলেও সম্প্রতি বরখা নিজের দাম্পত্য নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি বরখা দাবি করেন, তিনি বিয়েটা বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু ইন্দ্রনীল বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন বলেই তাকে সসম্মানে মুক্তি দিয়েছেন। স্ত্রী বরখার এমন দাবি শুনে কী বললেন ইন্দ্রনীল?
এই প্রসঙ্গে ইন্দ্রনীল কলকাতার গণমাধ্যমকে বলেন, ‘বরখা যা মনে হয়েছে বলেছেন। আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনও কথা বলতে চাই না।’
এই মুহূর্তে বাংলা ছবিতে পর পর বেশ কিছু কাজ করছেন ইন্দ্রনীল। মুম্বই-কলকাতা যাতায়াতও অব্যাহত। মেয়ে মীরার সঙ্গে সময় কাটানোর নানা ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন ইন্দ্রনীল।
অন্যদিকে, ‘খাদান’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে বেশ অনেক বছর পর প্রত্যাবর্তন করেছেন বরখা। এক সময় ইন্দ্রনীলকে ঘিরে আবর্তিত ছিল বরখার জীবন। তবে এখন নিজেকে গুছিয়ে নিতে শিখে গিয়েছেন। যদিও শেষে অবশ্য বরখা জানান, হয়তো যা হয়েছে ভালই হয়েছে। তিনি নিজেকে গোছানোর সময় পেয়েছেন।