লালগালিচার আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকালো আসর। হলিউডের প্রথম সারির তারকারা এখন সেখানে পা মাড়িয়ে যাচ্ছেন। ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় এখন তারকাদের জট! বিখ্যাত ডিজাইনারদের বাহারি সব পোশাক পরে এসেছেন নামি-দামি তারকারা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা) লালগালিচায় তারকাদের অংশগ্রহণ সরাসরি সম্প্রচার শুরু করে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরের মূল আয়োজন। তবে জাঁকালো অনুষ্ঠানটিতে এবার কোনও সঞ্চালক থাকছেন না। শুরুতে রয়েছে ব্রিটিশ ব্যান্ড কুইনের পরিবেশনা। তাদের প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে নির্মিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ পেয়েছে পাঁচটি মনোনয়ন।
‘ফেস অব এশিয়া’র মতো গ্রহণযোগ্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সফলতার স্বাক্ষর রেখে চলছে দেশের প্রখ্যাত মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া ‘ফেস অব বাংলাদেশ’-এর মডেলরা।
গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয় ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০২৪’। প্রতিযোগিতাটির ১৫তম আসরে ‘ফেস অব এশিয়া’, ‘এশিয়া ওপেন কালেকশন’ ও ‘এশিয়া মডেল অ্যাওয়ার্ড’- এই তিনটি অংশ ছিলো।
তারমধ্যে ২৭টি দেশের নির্বাচিত ৫০জন মডেল অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ‘ফেস অব এশিয়া’য়। এতে অংশ নেওয়ার জন্য চলতি বছরের জুন মাসে বাংলাদেশে অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইকে ‘ফেস অব বাংলাদেশ’ নির্বাচিত হন জারিফ শাবাব, আকলিমা আতিকা কণিকা ও দিল আফরোজ হাসান। তাদের মধ্য থেকে জারিফ ও কণিকা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, ‘ফেস অব এশিয়া ২০২৪’-এর শীর্ষ ১০-এ আছেন জারিফ, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। পাশাপাশি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভোটিং রাউন্ড বিজয়ী প্রথম বাংলাদেশি হলেন এই জারিফ। এরইমধ্যে স্কিন কেয়ারের সুপরিচিত কোরিয়ান ব্র্যান্ড এক্সআইইএল জারিফকে পছন্দ করেছে তার ডায়নামিক কনটেন্ট ফিচারের জন্য। এছাড়া এশিয়া ওপেন কালেকশনে ডব্লিও হোমি, লাইন হোমি, এটুআর, ফোটন গার্মেন্ট-এর মতো টপ ডিজাইনারদের সঙ্গে কাজের জন্যও নির্বাচিত হন তিনি। এরইমধ্যে আইকনিক হাই ওয়ান রিসোর্টসহ বেশকিছু হাই প্রোফাইল ফটোশুটে অংশ নিয়েছেন জারিফ। তার প্রাপ্তির ঝুলিতে যোগ হয়েছে ‘আমাঙ ম্যাগাজিন অ্যাম্বাসিডরশিপ’ পুরস্কারও। এছাড়া বিভিন্ন কোরিয়ান ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
অন্যদিকে, আকলিমা আতিকা কণিকা ভোটের দিক দিয়ে হয়েছেন তৃতীয়। তবে নারী মডেলদের মধ্যে তিনিই প্রথম। এছাড়া তিনি স্পনসর অ্যাওয়ার্ড ‘ইউ অ্যান্ড আই’ হিসেবে পেয়েছেন দশ লক্ষ্য কোরিয়ান ওন। লাইন কালেকশন, ডাক ডাইভ, গ্রিডিলাস ও এভিটার রানওয়েতে তার উপস্থিতি ছিল নজরকাড়া।
সবমিলিয়ে বলা যায় এবছর এশিয়া মডেল ফেস্টিভ্যালে বাংলাদেশের উপস্থিতি সাফল্যে পরিপূর্ণ ও ঐতিহাসিক। দুজন প্রতিনিধিই মর্যাদাপূর্ণ দুটি অ্যাওয়ার্ড নিয়ে আসছেন দেশে।
উল্লেখ্য, এশিয়া মডেল ফেস্টিভ্যাল আসলে তিনদিনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এই ইভেন্ট প্রতিবছর দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৈশ্বিক সংস্কৃতি উৎসব এশিয়ার পপ সংস্কৃতি, শিল্প ও এশিয়ার মডেল, ফ্যাশন আর বিউটি ইন্ডাস্ট্রিকে এশিয়াব্যাপী প্রসারে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি এশিয়ার মডেল ও শিল্পীদের বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে পরিচিত করিয়ে দেয়।
নির্বাচন যুক্তরাষ্ট্রে হলেও তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই বাংলাদেশিদের মধ্যেও। তারেই রেশ এখন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারন মানুষ থেকে শোবিজ তারকা, সব শ্রেণির মানুষ যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। ভোটে ট্রাম্পে এগিয়ে থাকায় অনেকেই কমলা হ্যারিসকে নিয়ে হাস্যরস তৈরি করছেন তার স্ট্যাটাসের মাধ্যমে। কেউ কেউ ট্রাম্পকে নির্বাচনে জেতার জন্য শুভকামনা জানিয়েছেন।
স্ট্যাটাসে কিছু পরিষ্কার করে না বললেও ট্রাম্পের ভোটে এগিয়ে থাকার সময়েই অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘কমলার বনবাস।’ সেখানে জয়ন্ত নামের একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘মজা নেন?’ ভক্তের উত্তরে বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘কোথায় মজা নিলাম? আমেরিকায় কে জিতল না জিতল তাতে আমাদের কিচ্ছু যাবে–আসবে না। ওদের পররাষ্ট্রনীতি একই থাকবে সব সময়। ওরা নিজেদের দেশের স্বার্থের বাইরে কিছুই দেখবে না।’
দেশের পরিচালকদের অনেকেই এই বিজয় নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন। পরিচালক মাহমুদ দিদার মন্তব্য করেছেন, ‘কমলা খারিজ।’
জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশ লিখেছেন, ‘কমলা খারিজ? নাকি এখনো জারিস ‘ ট্রাম্পের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘পাগলু তো চমক দেখাইলো।’
আরেক অভিনেতা দীপক কুমার লিখেছেন, ‘‘‘কমলার বনবাস’ (নোট: নৌকায় করে হাতি বা হাতিতে করে নৌকা পার হয় না।)’
ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি ফটো কার্ড আজই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে লেখা, ‘কমলার হালুয়া যেভাবে বানাবেন, দেখে নিন!’ সেই কার্ডটি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাও শেয়ার দিয়েছেন।
তবে অভিনেতা ইরফান সাজ্জাদের মতামত ভিন্ন। তিনি লিখেছেন, ‘আমেরিকানরা নারীবাদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, অথচ তারাই কখনো নারী নেতৃত্ব চায় না, কী সার্কাস।’ আরেক অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘ভাই রে, ক্ষমতা খুব ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাই। মানুষ কী মনে রাখে জানেন? আপনার ভালো ব্যবহার, আপনার মানবিক আচরণ।’
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটা মিল আছে। তাই তাকে ভাল্লাগে। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প (মডেল)। তিনি এ দেশে যে ভিসায় থাকেন, আমিও সে ভিসায় থাকি।’
গণমাধ্যমকর্মী শামীম শাহেদও থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি ট্রাম্পের বিজয়ে ফেসবুকে মন্তব্য করে লিখেছেন, ‘আমেরিকার বিরুদ্ধে যে যত কথাই বলেন না কেন, অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে!’
বলিউডের অন্যতম সফল অভিনেত্রীর ক্যারিয়ার ছেড়ে হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেন প্রিয়াঙ্কা চোপড়া। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে শুরুটা দারুণ হয়েছিলো হলিউডে। একাধিকবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর সাড়াজাগানো ‘বেওয়াচ’ সিনেমার রিমেকে ডোয়াইন জনসনের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন অভিনেত্রী।
গত বছর রুশো ভ্রাতৃদ্বয়ের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তবে মোটাদাগে প্রথম সারির হলিউড সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি ভারতীয় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্ত-অনুসারীদের এমন অভিযোগের উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা।
গত কয়েক বছরে ‘এ কিড লাইক জেক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘উই ক্যান বি হিরোজ’-এর মতো সিনেমা করেছেন প্রিয়াঙ্কা। যেগুলো ব্যবসায়িক সাফল্য পায়নি, জোটেনি সমালোচকদের প্রশংসাও। এর মধ্যে কয়েকটি সিনেমা তো নিজেই ভুলে যেতে চাইবেন তিনি। তবে কেন একের পর এক এ ধরনের সিনেমা করেছেন?
‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’ বলেন প্রিয়াঙ্কা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’
বলিউডের এত সাফল্য পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী।
এই প্রসঙ্গে তার জবাব, ‘যেকোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি কারণ, ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই প্রশ্ন করেন—কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি? তাঁদের কাছে এটাই আমার উত্তর।’
সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়। এ ছাড়াও তার নিজের প্রযোজনা সংস্থা থেকেও মুক্তি পাবে আরও কয়েক ছবি।
দীর্ঘ সফল ক্যারিয়ারে আঁখি আলমগীর নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গান আসছে আঁখির কণ্ঠে। গানের শিরোনাম ‘জানের জান’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন তরুণ চিত্রনায়ক শিশির সরদার ও অভিনেত্রী অলংকার চৌধুরী । দুজনই এর আগে কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এবারই প্রথম আঁখি আলমগীরের গানে মডেল হলেন তারা।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। এ ক্ষেত্রে কোরিওগ্রাফারের প্রশংসা করতেই হয়। আর মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার খুবই ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। আমি কাজটি নিয়ে আশাবাদী।’
অলংকার চৌধুরী বলেন, ‘ছোটবেলায় স্কুলে আমি আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। এখন তারই গানের মডেল হব এটা কল্পনাও করিনি। এটা আমার জন্য সৌভাগ্যের। কাজটি ভালো হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ মিউজিক ভিডিওটি শিগগিরই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
দেশের সংগীতাঙ্গনে স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী বলা হয় জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরকে। আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী আর গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।