অ্যাপলের বাজারমূল্য এক লাখ কোটি ডলার!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমেরিকার প্রথম নিবন্ধিত বেসরকারি কোম্পানি হিসেবে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বাজারমূল্য এখন এক ট্রিলিয়ন মার্কিন ডলার। এক ট্রিলিয়ন অনেক বড় একটা অঙ্ক। ১০০ কোটি সমান এক বিলিয়ন আর এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন। অর্থাৎ এক লাখ কোটি ডলার।

বৃহস্পতিবার (২ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রতি শেয়ার যখন ২০৭.০৪ ডলারে উন্নীত হয় তখন বিশ্বের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন ক্লাবে ঢুকে যাওয়ার গৌড়ব অর্জন করল আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর অ্যাপলের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০১১ সালে টিম কুককে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগের পর অ্যাপলের শেয়ার মূল্য চারগুণ বৃদ্ধি পেয়েছে।

শীর্ষ হওয়ার প্রতিযোগিতায় অ্যাপল ছিটকে দিয়েছে আমাজন, গুগল অ্যালফাবেট, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানকে। বলা হচ্ছে, যুক্তরাজ্যের অর্থনীতির এক তৃতীয়াংশ কিংবা তুরস্ক ও সুইরাজল্যান্ডের অর্থনীতির চেয়ে বেশি অ্যাপলের বাজার মূল্য।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রয়াত স্টিভ জবস অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার ৪২ বছর পর অ্যাপেল এক ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের বিশেষ ক্লাবে ঢুকে পড়ল। এর আগে ১৯০১ সালে ইউ এস স্টিল প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে ১ বিলিয়ন ডলার বাজারমূল্যের ক্লাবে ঢোকার রেকর্ড গড়েছিল।