ফেসবুকের প্রধান নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস পদত্যাগ করেছেন। আগস্টের ৩১ তারিখ ফেসবুক প্রতিষ্ঠানে তার শেষ কর্ম দিবস।

মার্চ মাসে খবর বের হয় যে ফেসবুক তার নিরাপত্তা বিভাগ ঢেলে সাজাবে। তারপর থেকে অ্যালেক্সের সড়ে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছিল। ফেসবুকের নিউজফিডে ভুল তথ্য ছড়ানো ও ‘ডাটা প্রাইভেসি’ নিয়ে যখন ফেসবুক গোটা বিশ্বে সমালোচনার মুখে তখন দায়িত্ব পালন করছিলেন স্ট্যামোস।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে স্ট্যামোস বলেছিলেন, ফেসবুকে কাটানো সময়গুলো ছিল সবচেয়ে ‘কষ্টের তিন বছর।’

২০১৫ সাল থেকে ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৩৯ বছর বয়সী স্ট্যামোস। ফেসবুক থেকে সড়ে দাঁড়ানোর পর অ্যালেক্স স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলো হিসেবে যোগদান করবেন।

বিজ্ঞাপন

অ্যালেক্সকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকের চীফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ বলেছেন, ফেসবুকের হয়ে তিনি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছিল।