অলিম্পিকে দর্শনার্থীদের আসন খুঁজে দেবে রোবট

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অলিম্পিকে (২০২০) শারীরিক প্রতিবন্ধীদের সেবায় থাকবে রোবট, ছবি: সংগৃহীত

অলিম্পিকে (২০২০) শারীরিক প্রতিবন্ধীদের সেবায় থাকবে রোবট, ছবি: সংগৃহীত

বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে রোবট অন্যতম। আর রোবট সম্পর্কে ধারণা পাল্টে দেয় মানুষের মতো কথা বলতে পারা সোফিয়া। এই রোবট এখন আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এবার আসন্ন টোকিও অলিম্পিকে (২০২০) শারীরিক প্রতিবন্ধীদের সেবায় রোবট ব্যবহৃত হবে।

টোকিও ২০২০ অলিম্পিক এবং প্যারাঅলিম্পিকে এই প্রথম সার্বিক কর্মকান্ডে পাঁচ রকমের রোবট ব্যবহৃত হবে। আর এই মূল কর্মকান্ডের পেছনে কাজ করছে জাপানের অটোমোবাইল কোম্পানি টয়োটা।

বিজ্ঞাপন

টোকিও অলিম্পিকে রোবটের কার্যক্রম সম্পর্কে ফোর্বসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, স্টেডিয়ামে আগত দর্শনার্থী এবং খেলোয়াড়দেরকে স্বাগত জানাবে এসব রোবট। অলিম্পিকের ভেন্যু গুলোতে দুই ধরনের রোবট খেলোয়াড় এবং দর্শকদের সেবায় নিয়োজিত থাকবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/05/1565019288056.jpg

বিজ্ঞাপন

এই রোবটগুলো রিমোট দ্বারা দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। আর মানুষকে শনাক্ত করতে এতে ক্যামেরা বসানো হয়েছে। এরমধ্যে যেসব দর্শনার্থী শারীরিক প্রতিবন্ধী তাদেরকে নির্ধারিত স্থান খুঁজে পেতে সাহায্য করবে। মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজটিও করতে পারবে এসব রোবট।

এছাড়া অলিম্পিকে আগত খেলোয়াড়, দর্শক এবং অতিথিদের জন্য সাপোর্ট স্টাফ হিসেবে বেশকিছু রোবট ব্যবহৃত হবে।

সূত্র: গ্যাজেটস নাও