বাজারে আসছে শাওমির প্রথম গেমিং স্মার্টফোন

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গেমিং চিপসেট ‘হেলিও জি-৯০ টি’, ছবি: সংগৃহীত

গেমিং চিপসেট ‘হেলিও জি-৯০ টি’, ছবি: সংগৃহীত

স্মার্টফোনে অবসর সময়ে গেম খেলতে কে না পছন্দ করে। কিন্তু আবার হেব্বি গেমার চাপ সামলাতে বরাবরই বেশিরভাগ স্মার্টফোনই ব্যর্থ। কিন্তু এবার স্মার্টফোনে হেব্বি গেমিং নিশ্চিত করতে শাওমি তাদের প্রথম গেমিং ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

শাওমির আসন্ন স্মার্টফোনে মিডিয়াটেকের সর্বশেষ গেমিং চিপসেট ‘হেলিও জি-৯০ টি’ ব্যবহার করা হয়েছে। মূলত এ স্মার্টফোনের বাজারে বিশেষ গেমিং ফোন ছাড়বে এই চীনা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

মিডিয়াটেক শক্তশালী দুটি গেমিং চীপ অবমুক্ত করেছে। যা স্মার্টফোনে বিরামহীন গেমিং পারফরমেন্স নিশ্চিত করবে। এই চীপটির কার্যক্ষমতা বৃদ্ধি করতে এতে হাইপারইঞ্জিন গেমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে পাবজি এবং কেওজি’র মতো গেমগুলো খুব স্বাচ্ছন্দেই খেলা যাবে।

হেলিও চীপসেটটি ডুয়াল এসিস্টেন্ট মুড এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরও সাপোর্ট করবে। এর আগে শাওমি তাদের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ঘোষণা দিয়েছিল।

বিজ্ঞাপন

তবে শাওমির আসন্ন এ ফোনটিতে দুর্দান্ত গেমিং পারফরমেন্সের সঙ্গে সর্বোচ্চ মানসম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

কিন্তু ফোনটি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে এবং বাজারমূল্য কত হবে তা এখনো নির্ধারণ করেনি শাওমি।

সূত্র: হিন্দুস্তান টাইমস