ড্রপবক্সে ১০০ জিবির ফাইল শেয়ার হবে!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড্রপবক্সে ১০০ জিবির ফাইল শেয়ার করা যাবে, ছবি: সংগৃহীত

ড্রপবক্সে ১০০ জিবির ফাইল শেয়ার করা যাবে, ছবি: সংগৃহীত

অনলাইনে ফাইল স্টোরেজ এবং শেয়ার করার জনপ্রিয় ক্লাউড স্টোরেজ ড্রপবক্সে ১০০ জিবির ফাইল পাঠানো যাবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও আগে শুধু ২০ এমবি পর্যন্ত একটি ফাইল পাঠানো যেত, কিন্তু এখন পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে।

এক ব্লগ বিবৃতিতে ড্রপবক্স জানায়, ইউজাররা খুব সহজেই কম্পিউটার ফাইল থেকে ড্র্যাগ করেই ড্রপবক্সে আপলোড করতে পারবে। আর ফাইল আপলোড করার সময় এখন বসে থাকতে হবে না, ইউজার চাইলেই তা স্কিপ করে ড্রপবক্সের অন্য ফাইলগুলো ব্রাউজ করতে পারবেন। যাদের ড্রপবক্স অ্যাকাউন্ট নেই তাদের সঙ্গেও লিংকটি শেয়ার করতে পারবেন ইউজাররা।

বিজ্ঞাপন

নিরাপত্তা স্বার্থে লিংকটি পাঠানোর পরে ইউজার চাইলে তা পুনরায় এডিট করতে পারবেন। ডেলিভারি নোটিফিকেশন থেকে জানা যাবে পাঠানো লিংকটি অন্য ইউজার ফাইলটি ডাউনলোড করেছেন কিনা। এছাড়া জানা যাবে এই লিংকটি থেকে ফাইলটি কতবার ডাউনলোড হয়েছে।

বর্তমানে এই সুবিধাটি বেটা ভার্সনে প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে তবে খুব শীঘ্রই সকল ইউজারদের জন্য ফিচারটি চালু করবে ড্রপবক্স।

সূত্র: গ্যাজেটস নাও